৪শ’ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে চীন

Slider তথ্যপ্রযুক্তি

1-145চীন ঘণ্টায় সর্বোচ্চ ৪শ’ কিলোমিটার গতির নতুন বুলেট ট্রেন তৈরি করছে। দেশটিতে দ্রুত গতির রেলওয়ে প্রযুক্তির উন্নয়ন নিয়ে কাজ করা এক শীর্ষ কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়ার। সোমবার এক সংবাদ সম্মেলনে চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক দিং রংজুন জানান, চীন পরবর্তী প্রজন্মের জন্য সর্বোচ ৬শ’ কিলোমিটার গতির চুম্বক গতির ট্রেন বানাতে গবেষণা করছে।

দিং বলেন, ট্রেনের সাথে টিভি সিগনালকে কিভাবে সংযুক্ত করা যায় বর্তমানে আমরা সেটার ওপর বেশী গুরুত্ব দিচ্ছি।তিনি আরো জানান, ভবিষ্যতে এ ধরণের ট্রেনে স্বয়ংক্রিয় পদ্ধতি এবং চালকবিহীন প্রযুক্তি ব্যবহার করা হবে।চীনে বর্তমানে সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালু রয়েছে। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর বেইজিং ও সাংহাইয়ের মধ্যে ফুজিং বুলেট ট্রেন চালুর পর চীনে এ গতি যুক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *