ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Slider সিলেট
unnamed
সুনামগঞ্জ প্রতিনিধি :-
আজ সোমবার  বেলা ৩.০০ টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অবৈধ কর্মকান্ডের প্রতিবাদে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালেয়ের সামনে  এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানব বন্ধন শেষে   বিক্ষোভ মিছিলটি বংশীকুন্ডা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ইউডিসি মার্কেটের সামনে এসে  সমাবেত হয়। মানবন্ধনে অংশগ্রহানকারী শিক্ষার্থী অভিভাবক মোঃ দেলোয়ার হোসেনের দেয়া তথ্য মতে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ে বর্তমান পরিচালনা কমিটি অনেক দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয় চাকুরীরত অবস্থায় সুনামগঞ্জ জেলা শহরে অবস্থান করেন। তিনি বিদ্যালয়ের কোন খোঁজ খবর রাখেন না। এমনকি বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক সভার মতো গুরুত্বপূর্ণ সভায় অদ্যবধি পর্যন্ত তিনি অংশগ্রহণ করেননি। আরেক ছাত্র অভিভাবক চঞ্চল সরকার  বঙ্গ-নিউজকে বলেন, বিদ্যালয়ে আসন্ন ম্যানেজিং কমিটি নির্বাচনে যে খসড়া ভোটার তালিকা প্রস্তুতকরা হয়েছে, তা ত্রুটিপূর্ণ কারন সেখানে একজন গুরুত্বপূর্ণ দাতা ক্যাটাগরীর ভোটারের নাম উল্লেখ করা হয়নি। বর্তমান ম্যানেজিং কমিটি অসৎ উদ্দেশ্যে গোপনভাবে ভোটার তালিকা প্রস্তুত করেছে। বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সাজেদা আহমেদ বলেন, আমি অত্র বিদ্যালয়ের দাতা সদস্য থাকা সত্বেও বর্তমান পরিচালনা কমিটি অন্যায়ভাবে আমার নাম ভোটার তালিকা হতে বাদ দিয়েছে। যা দুর্নীতি ও অনিয়মের সামিল।উপরোক্ত বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে মুটোফোনে যোগাযোগ করলে তাঁদের  মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মানব বন্ধনে এলাকাবাসী সুষ্টু সুন্দর একটি ম্যানেজিং কমিটি গঠনের আহবান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *