ছিটমহল বিনিময় চুক্তি আসামকে লাভবান করবে : মোদি

সারাবিশ্ব

hhhউত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তার নিয়ে কোনো রকম সমঝোতা করা হবে না। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আর অনুপ্রবেশ করতে না পারে। আজ রবিরার দুপুরে গুহায়াটি শহরে বিজেপির কর্মিসভায় এমন বার্তায় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসামের সমস্যা নিয়ে বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, আসামের সমস্যা নিয়ে আমি অবগত। আসামের নিরাপত্তা বিষয়ে কোনো আপস করা হবে না। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি আসামকে লাভবান করবে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধের উদ্যেগ নেওয়া হবে।
মোদি জানান, অসমের মানুষের সেন্টিমেন্ট তিনিও অনুভব করেন। জমি অধিগ্রহণের প্রশ্নে তিনি জাতীয় স্বার্থের পাশাপাশি অসমের মানুষের স্বার্থের কথাও মনে রাখা হবে। এই কথা বলতে গিয়েই তাঁর মন্তব্য, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা অসমে ঢুকে আপনাদের যন্ত্রণা দিচ্ছে তাদের আমি ঠেলে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। সমস্ত অসমের লোককে নিজের ভাই বলে সম্বোধন করে প্রধানমন্ত্রী এদিন মনে করিয়ে দেন, তিনি নিজের বাড়ি ছেড়েছিলেন মাতৃভূমির জন্য কাজ করবেন বলে। তিনি বলেন, এই সরকার অসমের মানুষের স্বপ্ন পূরণ করবে এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার বিষয়ে কোনো রকম সমঝোতা হয়নি।
এত কম সময়ে এদিনের মিটিংয়ের আয়োজন করার জন্য তিনি কর্মীদের প্রশংসা করেন। পাশাপাশি তিনি প্রযুক্তিকে কাজে লাগিয়ে পার্টির বিস্তারের কাজে নেমে পড়তে অনুরোধ করেন। কারণ টোল ফ্রি নম্বরে মিসকল দিয়ে সদস্য করার যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতে শামিল হতে বলেন তিনি। তাঁর মতে, বিজেপি কাজ করে জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে। কর্মীদের ঘাম ও রক্ত ঝরানোর জন্য পার্টি চলছে তাই অসমে কোনো বিধায়ক না থাকলেও সভায় এমন লোক সমাগম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *