ফোরজিতে পা রাখল বাংলাদেশ

Slider তথ্যপ্রযুক্তি

DVq7vA7XkAAlrWf

চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা যুগে প্রবেশ করল বাংলাদেশ। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক দেশে নেটওয়ার্ক চালুর লাইসেন্স পেল। লাইসেন্স পাওয়ার পরপরই চার অপারেটর নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে চালু করে।

আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চারটি মোবাইল অপারেটরদের হাতে লাইসেন্স তুলে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং টেলিটকের কাছে লাইসেন্স হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক, টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার উপস্থিত ছিলেন।

মোস্তাফা জব্বার বলেন, আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। ঐতিহাসিক এ অর্থে যে আজ বাংলাদেশ যুগে পা রাখলো। আশা করি, টেলিকম অপারেটররা গ্রাহকদের চাহিদা মেটাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *