বিএনপির ২২ ফেব্রুয়ারি সমাবেশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Slider রাজনীতি

294679_11

 

 

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। বরং তাদের সমাবেশে পুলিশ সহযোগিতা করছে।
তিনি বলেন,যে কোন ধরনের শান্তিপূর্ন সভা-সমাবেশে সরকারের বাধা দেয়ার নজির নেই।
আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা হুমায়ূন কবিরের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবন স্মৃতি-২’-এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য র আ. ম. উবায়দুল মোকাদির চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সভা সমাবেশের ওপর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সম্প্রতি যে নিষেধাজ্ঞা জারি করেছে তা এখনো বলবৎ রয়েছে। সেটা প্রত্যাহার হলে কোথায় সমাবেশ করলে শান্তি-শৃংখলা বজায় থাকবে, তা ডিএমপি কমিশনার নির্ধারণ করবেন।

নির্বাচনে খালেদার অংশগ্রহণের বিষয়টি আদালতের এখতিয়ার : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে পারবেন কি-না তা আদলতের এখতিয়ার। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি সেনা সমর্থিত তত্ত¡াবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের সময় দায়ের করা হয়েছিল।

ওবায়দুল কাদের আজ ফেনী সার্কিট হাউজে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারের সময় শুধু মাত্র মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। আর আদালত এ বিচার কাজ সম্পন্ন করেছে। এ মামলার বিচার কার্যক্রমের সঙ্গে সরকারের কোন সম্পৃক্ততা নেই। সেতুমন্ত্রী কাদের বলেন, কারাবন্দি বেগম জিয়াকে তার বাসার কাজের লোক কারাগারে রাখার অনুমতি পর্যন্ত দেয়া হয়েছে যা নজিরবিহীন।

সভায় জেলা প্রশাসক মনোজ কুমার রায়, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বি.কম সহ জেলার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মামলার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। বিএনপি তাদের দুর্নীতি ঢাকতে এভাবে নির্লজ্জভাবে মিথ্যাচার করে যাচ্ছে।

শনিবার ভেড়ামারা রহিমা আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) নুরে আলম সিদ্দিকীসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *