চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে প্রথম সাক্ষাতে ঘরের মাঠে ইংলিশ ক্লাব টটেনহামের সঙ্গে ২-২ ড্র করেছে ঘরের মাঠে টটেনহামের বিরুদ্ধে দারুন শুরু করে ইতালিয় ক্লাবটি। খেলা শুরুর দু’মিনিটের মাথায় ফ্রি কিক থেকে জুভেন্টাসকে গোল এনে দেন ক্লাবটির আর্জেন্টিনিয় স্ট্রাইকার হিগুয়েন। এরপর ৮ মিনিটের মাথায় টটেনহামের ডেভিসের জন্য পেনাল্টি পায় জুভেন্টাস। এবারেও সুযোগের দরুণ ব্যবহার করেন হিগুয়েন, তার বাকানো শটে গোলপোস্টের বা’দিক ঘেঁসে বল জালে জড়ায়। ২ গোলে এগিয়ে যায় জুভেন্টাস।
খেলার ৩০ মিনিটের মাথায় হিগুয়েনের কাছে সুযোগ আসে ব্যাক্তিগত তিন নম্বর গোলটি করে দলকে ৩-০ এগিয়ে দেওয়ার। কিন্তু এবার গোল তুলে নিতে পারেননি জুভেন্টাসের এই আর্জেন্টিনিয় স্ট্রাইকার। পরে ম্যাচের ৩৫ মিনিটের মাথায় খেলায় ফেরে টটেনহাম। আলির পাস থেকে গোল করেন ইংলিশ ক্লাবটির স্ট্রাইকার হেনরি কেনে। ২-১ স্কোর নিয়ে খেলার প্রথমার্ধ সমাপ্ত হয়।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ম্যাচটিতে দাপট হারাতে থাকে ম্যাসিমিলিয়ানো এলগ্রির শিষ্যরা। ফুটবল যুদ্ধে ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে আসে টটেনহাম। ৭১ মিনিটে ফ্রি-কিক থেকে নীচু শটে পোস্টের বা’দিক ঘেঁসে বল জালে জড়ান জুভেন্টাসের অ্যাটাকিং মিডফিল্ডার এরিকসন। ম্যাচের স্কোর গিয়ে দাঁড়ায় ২-২।