‘তারেক রহমানকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রক্রিয়া চলছে’

Slider রাজনীতি

104704_kader

 

 

 

 

 

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমান সম্প্রতি লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় জড়িত ছিলেন। একই সঙ্গে দুর্নীতি মামলায় তার দ- হয়েছে। বিষয়গুলো ইন্টারপোল সদর দফতরে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং দ-িত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আন্তর্জাতিক প্রক্রিয়া চলছে। আজ সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কটিকে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়ক নামকরণ ও গেট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, উচ্চ আদালতের নির্দেশে খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হবে অবশ্যই।

তবে এ ডিভিশন পাবেন জেলকোড অনুসারে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বুধবার লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *