বিএনপি’কে নির্বাচনে আসতেই হবে : ওবায়দুল কাদের

Slider জাতীয়

Obaidul-Quaderসব গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশের জন্যে আলাদা ব্যবস্থা কেন হবে?

মন্ত্রী আরো বলেন, নির্বাচনকালীন সরকার ছোট আকারে হবে। তখন মন্ত্রীপরিষদ এখনকার চেয়ে কমে যাবে। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীন। তারা ভয় পাচ্ছে কেন? তাদের নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না আসলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।

এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি উপস্থিত ছিলেন।
নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে হুমকি-ধামকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি হাওয়ার ওপর মিথ্যাচার করে। তাদের তো কোনো কাজ নেই, তাদের আছে কথা। বিএনপির কয়েকজন প্যাথলজিকাল মিথ্যাচার রয়েছেন। এরা অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়। কে তাদের হুমকি দেয়, তথ্য প্রমাণ দিক আমরা ব্যবস্থা নেব, বলেন ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *