রামগঞ্জে চলছে গাইড বইয়ের রমরমা ব্যবসা

Slider চট্টগ্রাম শিক্ষা

grambanglanews24.com

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
রামগঞ্জে গাইড বইয়ের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। সরকারিভাবে এ গাইডবই বিক্রয়ে বিধিনিষেধ থাকলেও অসাধু ব্যবসায়ীগন স্থানীয় সংশ্লিষ্ট সকল দপ্তর ম্যানেজ করেই বছরের পর বছর ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে সচেতন মহল কর্তৃক অভিযোগ উঠেছে। ফলে উপজেলাব্যাপী গণহারে অসন্তোষ দেখা দিয়েছে।

সরজমিনে রামগঞ্জ সোনাপুর বাজারের বই পট্টিতে গিয়ে দেখা যায়, প্রতিটি পুস্তক ব্যবসায়ীর দোকানেই সরকার নিষিদ্ধ নি¤œমানের গাইডবই বিক্রয়ের ধুম চলছে। এ সময় কাজিরখিল, আঙ্গারপাড়া, শ্রীরামপুর, হানুবাইশ এলাকার কয়েকজন অভিভাবক জানান, স্ব-স্ব বিদ্যালয় শিক্ষকদের অনুপ্রেরণায় বাধ্য হয়েই তাদের বছরের শুরুতে অনিচ্ছা সত্ত্বেও এ গাইডবই চওড়া মূল্যে ক্রয় করতে হচ্ছে। বইপট্টি ঘুরে দেখাযায়, পপি, অনুপম, লেকচার, গ্লাক্সি, ফুলকুড়ি, আল-ফাতাহ্, আল-আরাফা, সাইমুনসহ ১৫টি কোম্পানীর গাইডবইয়ে প্রতিটি দোকান সয়লাভ। এ কোম্পানী গুলো বছরের শেষে বইপট্টিতে এসে অর্থের বিনিময়ে পুস্তক ব্যবসায়ীদের সাথে তাদের গাইডবই বিক্রয়ের চুক্তিপত্র করে যায়। সে মোতাবেক ব্যবসায়ীগন যার সাথে যে কোম্পানীর চুক্তি রয়েছে তিনি চলে-বলে ওই কোম্পানীর গাইড অভিভাবকদের হাতে তুলেদেন। সে অনুযায়ী এবার রামগঞ্জের মামুন লাইব্রেরী সহ অন্য একটি প্রতিষ্ঠান চলতি বছর ফুলকুড়ির সাথে চুক্তিবদ্ধ হয়ে কয়েক লক্ষ টাকার গাইড তারা গুদামজাত করেছে। এ গাইড বিক্রয়ে সহায়তা প্রদানের জন্য তারা উপজেলাব্যাপী সকল বিদ্যালয় এবং মাদ্রাসা সমূহে ধরনা দেওয়া অব্যাহত রেখেছেন বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত পূর্বক তড়িৎ ব্যবস্থা গ্রহনের জন্য সচেতন অভিভাবক মহল কর্তৃক উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

এ ব্যাপারে জেলা পুস্তক সমিতির সভাপতি মামুন লাইব্রেরীর পরিচালক মামুন বিষয়টি অস্বীকার করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূইয়া বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *