আজ সন্ধ্যায় শপথ নেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

Slider বাংলার আদালত

syed-mahmud-hossain-02-02-18-857863198আজ শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। নতুন এই প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদ।

১৯৮১ সালে জেলা জজ আদালতে ও ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হন সৈয়দ মাহমুদ হোসেন। বিচারক হিসেবে কাজ শুরুর আগে ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন তিনি।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। অর্জন করে বিএসসি ও এলএলবি ডিগ্রি। লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ এবং ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ থেকে করেন কমনওয়েলথ ইয়াং লইয়ার্স কোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *