বীরগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮টি কেন্দ্রে ৪ হাজার ৫২৫ পরীক্ষার্থী অংশ নিয়েছে

Slider শিক্ষা

SSCএন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮টি কেন্দ্রে ৪ হাজার ৫২৫ পরীক্ষার্থী শান্তিপূর্ণ ভাবে অংশ নিয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ১ ফেব্ররুয়ারী উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ৬৫টি উচ্চ বিদ্যালয়, ২২টি মাদ্রাসা ও ৫টি ভোকেশনাল বিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক অফিসার মোছাঃ রাবেয়া খাতুন জানান, এবার উপজেলায় মোট ৮টি কেন্দ্রের মধ্যে যথাক্রমে বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ৫৫৯ জন, বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৭, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৫, ঝাড়বাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৯৪, মাহানপুর আর্দশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৭০, পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৪, বীরগঞ্জ ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ৫২৯, চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) কেন্দ্রে ১২২ পরীক্ষার্থী। ৮টি কেন্দ্রে সর্বমোট ৪ হাজার ৫২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এসব কেন্দ্রে বাংলা ১ম পত্র পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *