শ্রীপুরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Slider ঢাকা

সেলাই মেশিনরাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে গরীব অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টে (এলজিএসপি-৩)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বরমী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার ৩০ জন নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো.সোহেল রানা, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শামসুল হক সরকার বাদল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.কামরুল হাসান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুস ছামাদ, ইউপি সদস্য রেজিয়া খাতুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

বিতরণের সময় অসহায় নারীদের উদ্দেশ্য করে ইউএনও রেহেনা আকতার বলেন, ‘আপনাদের দারিদ্র মোচন করতে সেলাই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’’ তিনি আরো বলেন, নারীদের এ সরকার সবচেয়ে বেশি স্বাধীন ভাবে বাঁচতে শিখিয়েছেন। সমাজে নারী-পুরুষের বৈষম্য দূর করতে দিন রাত কাজ করে যাচ্ছেন। সমাজে নজরবন্দি না থেকে সব নারীকে ঘুরে দাাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছেন।

এর আগে বরমী ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলজিএসপির সহতায় ৬’শত শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও টিফিন বক্স বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, ইউএনও রেহেনা আকতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *