আ.লীগ দুর্নীতিতে নিমজ্জিত : মঈন খান

রাজনীতি

GFDAFDS-1417614392‘দেশে দুর্নীতি বেড়েছে’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর এমন তথ্য সমর্থন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগ দুর্নীতিতে নিমজ্জিত। টিআইবির রিপোর্টই তার বড় প্রমাণ।’
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সংবর্ধনা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমই আমাদের প্রেরণার উৎস’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আয়োজন করে মুক্তিযোদ্ধা দল।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল। এখন দেশের গণতন্ত্রকে হত্যার মাধ্যমে একদলীয় শাসন কায়েম করতে চায়।’
তিনি বলেন, ‘যারা সীমান্ত পাড়ি দিয়ে মুক্তিযুদ্ধের তালিকায় নাম লেখান তারা কখনও প্রকৃত মুক্তিযোদ্ধা হতে পারেন না।’
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ক্ষমতায় থেকে ইতিহাস যেভাবেই লেখেন না কেন, সত্য ইতিহাস একদিন জাতির সামনে প্রকাশিত হবেই। যেভাবে এইচটি ইমাম ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের কথা প্রকাশ করে দিয়েছেন।’
তিনি বলেন, ‘যে নির্বাচনে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, সেই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। তাই এই সংসদ ও তার মাধ্যমে নির্বাচিত সরকার ভূয়া।’
জবাবদিহিতা না থাকায় দেশের সর্বত্র লুটপাট চলছে-এমন দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘ব্যাংক-বীমাসহ সব আর্থিক প্রতিষ্ঠানকে এই সরকার ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধের প্রকৃত বিজয় অর্জিত হয় নি। তাই ‘গণতন্ত্র বিরোধী’ সরকারকে বিদায় করে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠার জন্য বিজয়ের মাসে নতুন করে শপথ নিতে হবে।’ তিনি এই শপথ নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *