ভারত এবং ভারতীয়দের প্রশংসায় পঞ্চমুখ নোবেল জয়ী মালালা ইউসুফজাই। ভারত সফরে জন্য ভীষণ উদগ্রীব হয়ে উঠেছেন তিনি। ২৩ বছর বয়সী মালালা ইউসুফজাই সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন ১৫ বছর বয়সে।
২০১২ সালের ৯ অক্টোবর স্কুলের বাসে একজন বন্দুকধারী তাকে চিহ্নিত করে গুলি করে। এর পরবর্তী বেশ কয়েকদিন তিনি অচৈতন্য ছিলেন ও তার অবস্থা আশঙ্কাজনক ছিল, কিন্তু ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলে পরবর্তী চিকিৎসার জন্য বার্মিংহ্যাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় হাজির ছিলেন মালালা। সেখানে ভারতীয় সংবাদ সংস্থার মুখোমুখী হয়ে তিনি বলেছেন, ভারত থেকে যে সমর্থন এবং ভালোবাসা পেয়েছি তা উপচে পড়েছিল। প্রত্যেক ভারতীয়কে আমি ভালোবাসি। অনেক ভারতীয় তাকে চিঠি লিখেছিল বলে জানিয়েছেন তিনি।
ভারত সম্পর্কে তিনি বলেছেন, আমি বলিউডের ছবি নিয়মিত দেখি। হিন্দি ভাষাটাও বলিউডের ছবি দেখতে দেখতে শিখে গিয়েছি। ভারত-পাকিস্তান দুই দেশের সংস্কৃতির মধ্যে অনেক মিল রয়েছে বলে দাবি করেছেন মালালা।