অর্থ দিয়ে দুর্নীতির দায় থেকে মুক্তি পাচ্ছে সৌদি প্রিন্স

Slider সারাবিশ্ব

IMG_0096বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শনিবার সৌদি প্রিন্স ওয়ালিদ বিন তালালকে মুক্তি দেয়া হচ্ছে।  দুর্নীতির দায়ে তাকে গ্রেফতার  করা হয়েছিল।

এছাড়া সৌদি আরবে দুর্নীতির দায়ে গত নভেম্বরে গ্রেফতার হওয়া ব্যক্তিদেরকেও অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন এমবিসি টেলিভিশনের প্রধান ওয়ালিদ আল ইব্রাহিম, রয়্যাল কোর্টের প্রধান খালিদ আল তুয়াইজিরি।

বিবিসি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিশাল অঙ্কের অর্থ নেয়া হয়েছে। যদিও কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে তা প্রকাশ করা হয়নি। যাদের সঙ্গে অর্থের লেনদেন ও আলোচনা হয়নি তাদের কারাগারে পাঠানো হবে।

সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে প্রিন্স, বর্তমান ও সাবেক মন্ত্রী এবং ধনকুবের ব্যবসায়ীরা ছিলেন।

নভেম্বরের শেষের দিকে ছাড়া পান যুবরাজ মিতেব বিন আবদুল্লাহ। তাকে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ দিতে হয়েছিল। এমবিসি টেলিভিশনের প্রধান ওয়ালিদ আল ইব্রাহিমকে ছেড়ে দিতে তার টেলিভিশনের শেয়ার চাওয়া হয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের পর এই অভিযান পরিচালনা করা হয়। যদিও অনেকেই অভিযোগ করছেন, প্রতিপক্ষকে সরিয়ে দেয়া এবং ক্ষমতা ধরে রাখতেই এমন অভিযান চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *