এম আরমান খান জয়,গোপালগঞ্জ:
সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় “বাড়াবো প্রানীজ আমিষ গড়ব দেশ, স্বস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই স্লোগানের মধ্যে দিয়ে ২০-২৫ জানুয়ারী ২০১৮ প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত সোমবার বেলা ১১টায় এক বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে আলোচনা সভায় মিলিত হয়। স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সেবা সপ্তাহের শুভ উদ্ভোধন ঘোষনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পলাশ কুমার দাশ। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মি সরকার, এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার বাড়ৈ, বি আর ডি বি অফিসার মনিরুজ্জামান, পরিসখ্যান অফিসার মো: আনোয়ারুল ইসলাম, রাধাগবিন্দ দাস, আবুল কালাম সহ উপজেলার বিভিন্ন এলাকার খামারি ও উদ্যোক্তাবৃন্দ। এছাড়াও সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ডিম ও দুধ খাওযানো, বিনা মূল্যে গবাদি পশু টিকা দান, কৃমি নাশক বিতরন, চিকিৎসা, কৃত্রিম প্রজনন ও পরামর্শ প্রদান।