চলছে দখলের মচ্ছব

Slider বিচিত্র

image-122151

 

 

 

 

 

মগবাজার, মধ্য পেয়ারাবাগ, রেললাইন, উত্তর নয়াটোলা, আমবাগান, পাগলা মাজারÑ কোথাও কোনো জায়গা ফাঁকা নেই। সরকারি জায়গাসহ প্রধান সড়ক, ফুটপাত থেকে রেললাইন- সবখানেই অস্থায়ীভাবে দখল করে ছত্রাকের মতো গড়ে উঠেছে ব্যবসা-বাণিজ্য। অবৈধ দোকানপাট, ভাসমান বাজার, বস্তি বাণিজ্য, গ্যারেজ, রিকশা-ভ্যান-লেগুনা স্ট্যান্ডসহ জমজমাট অনেক ব্যবসা। প্রতাপশালীদের এমন অবৈধ কর্মকা-ে ভোগান্তিতে দিন কাটাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রমনা থানাধীন এই ওয়ার্ডে রয়েছে বড় মগবাজার, বাংলামোটরের একাংশ, দিলু রোড, নিউ ইস্কাটন রোড, বিয়ামের গলি, পশ্চিম মালিবাগ, মধ্য পেয়ারাবাগ, গ্রিনওয়ে, আমবাগান, পাগলা মাজার, ওয়্যারলেস রেলগেট, উত্তর নয়াটোলা প্রথম ভাগ, চেয়ারম্যান গলিসহ আরও কিছু স্বনামধন্য গলি। ওয়ার্ডে বহিরাগতদের বসবাস অনেক হওয়ায় মোট জনসংখ্যা ৪ লাখেরও বেশি। অথচ ভোটারসংখ্যা মাত্র ৬৫ হাজার। বাংলামোটর থেকে চেয়ারম্যান গলি রাজধানীর প্রাণকেন্দ্রের কাছাকাছি থাকায় ওয়ার্ডের কোনো জায়গা রক্ষা পায়নি অবৈধ বাণিজ্যের হাত থেকে। সরকারি জায়গায় দিনে দুপুরে গড়ে উঠেছে বস্তি। বাদ নেই রেললাইনও। হকারসহ টং দোকানপাটের দখল সবখানেই। আর বউবাজারের দখলে অলিগলিসহ বড় রাস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *