অন্তরালে আলোচনা হলে রূপরেখা দেবে বিএনপি

Slider রাজনীতি

279910_195

 

 

 

 

নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেওয়ার আগে কূটনৈতিক মধ্যস্থতায় পর্দার অন্তরালে ক্ষমতাসীনদের সঙ্গে ‘আলোচনা ও সমঝোতা’ চায় বিএনপি। দলটি মনে করে, তাদের রূপরেখা যতই যুক্তিসঙ্গত হোক, ন্যূনতম রাজনৈতিক সমঝোতা না হলে আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করবে। বিএনপির নীতিনির্ধারণী সূত্র বলছে, নির্বাচনকালীন রূপরেখা প্রায় চূড়ান্ত। দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও বুদ্ধিজীবী এ প্রস্তাবনা তৈরি করেছেন। তবু রাজনৈতিক সমঝোতা হলে খসড়া রূপরেখায় পরিবর্তন আসতে পারে। বিএনপি আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি করতে চায়। এ জন্য বারবারই সরকারকে সংলাপের আহ্বান জানাচ্ছে। কারণ একটি ন্যূনতম সমঝোতা হওয়ার আগে কোনো রূপরেখা ফলপ্রসূ হবে না বলে মনে করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *