ফেসবুকের মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সে এখন থেকে সরাসরি দেখা যাবে ইউটিউব ভিডিও। ফলে এক ট্যাব থেকে অন্য ট্যাব খুলতে হবে না ব্যবহারকারীকে।
এখন থেকে হোয়াটসঅ্যাপে যেকোনও ইউটিইউব লিঙ্কে ক্লিক করলে তা সরাসরি দেখতে পাবেন ব্যবহারকারীরা। সে জন্য আর আলাদা করে ইউটিউব অ্যাপ ওপেন করতে হবে না হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে।
আধুনিক হোয়াটসঅ্যাপে একই সঙ্গে ভিডিও স্ক্রিনিং এবং চ্যাট চালিয়ে যাওয়ার পরীক্ষা-নিরীক্ষাও চালাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে এই সেবা পাবেন কেবলমাত্র আইফোন ব্যবহারকারীরাই। খুব শিগগিরই এই সেবা পাবেন অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ফোন ব্যবহারকারীরাও।
এই সুবিধা আসার ফলে এখন থেকে আর কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে আলাদা করে ইউটিউব ইনস্টল করতে হবে না। হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি ইউটিউব ভিডিও দেখা যাবে। অ্যাপলের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ২.১৮.১১ ভার্সন আপডেট করালেই নতুন এই সেবা পাবেন।