পাক-ভারত সীমান্তে হাই অ্যালার্ট জারি

Slider সারাবিশ্ব

indo-pakএকের পর এক যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘনে উত্তপ্ত ভারত-পাক সীমান্ত৷ যার জেরে সীমান্তে জারি করা হল হাই অ্যালার্ট৷ জানা গিয়েছে, সীমান্তে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷

এই উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে, কাথুয়ার সিইও আন্তর্জাতিক সীমান্তের কাছে পাঁচ কিলোমিটার এলাকাতে উপস্থিত সকল সরকারি এবং প্রাইভেট স্কুল বন্ধ করে দেওয়ার আদেশ দিয়েছে৷

ভারতীয় পত্রিকা জানাচ্ছে, এলওসি-তে ভারতীয় সেনার কড়া নজরদারির মধ্যে উপত্যকায় জঙ্গিদের প্রবেশের জন্য পাক গুলিবর্ষণ চলছে৷

বিএসএফ জওয়ানদের ৪০টি ঘাঁটি এবং সীমান্তে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাকিস্তান৷ এক জওয়ান শহিদ হন, দুজন স্থানীয় বাসিন্দাও নিহত হন, আহত হয় অনেকেই৷ তবে এর পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *