‘দঙ্গল’ দিয়ে তিনি তারকা বনে গেছেন, তাকে কি আর পিছু ফিরে তাকাতে হয়? হাজার হলেও আমির খানের আবিষ্কার। ফাতিমা সানা শাইখ আবারও প্রস্তুত হচ্ছেন আমিরের পরবর্তি ছবি ‘থাগস অব হিন্দোস্তান’ এর জন্যে। অভিষেকের দুই বছর পর আমিরের মুভিতে আবারো আসা সোজা কথা নয়।
কিন্তু বলা হচ্ছে, আমির ছাড়া নাকি গতি নেই ফাতিমার। কারণ, এর মধ্যে তিনি বিভিন্ন প্রোডাকশন হাউজে গিয়েছেন কাজের জন্যে। কিন্তু সবখান থেকেই নাকি প্রত্যাখ্যাত হয়েছেন।
এক সূত্রের বরাত দিয়ে ডেকান ক্রনিকল জানায়, ফাতিমা সানা খান আসলে আমিরের আবিষ্কার। তিনি অনেকগুলো প্রোডাকশন হাউজে ধর্না দিয়েছেন। কিন্তু কেউ তাকে নিতে চাননি। সবাই নাকি বলেছেন, তিনি আমিরের অভিনেত্রী। কাজেই আমির ছাড়া আর কারো কাজ পাবেন না।
আমি ইতিমধ্যে ফাতিমার নাম ‘থাগস অব হিন্দোস্তান’ এর জন্যে প্রস্তাব করেছেন। অনেকেই বলছেন, আমিরের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণেই আবারো সুযোগ মিলতে যাচ্ছে। আমিরের সঙ্গে ঘনিষ্ঠতা কে না করতে চাইবেন। কিন্তু এর জেরেই আবার অন্য কোথাও কাজ না মেলা দুঃখজনক তো বটেই। যদি আমিরের প্রত্যেক ছবিতেও তিনি থাকেন, তবুও এক-দুই বছরে একটার বেশি কাজ নেই।
অন্যদিকে, ফিতামার সহশিল্পী সানিয়া মালহোত্রা ইতিমধ্যে ‘বাধাই হো’-তে জুটি বেঁধেছেন আয়ুশমান খুররানার সঙ্গে।
সূত্র : ডেকান ক্রনিকল