মো:আলী আজগর পিরু:গাজীপুর অফিসঃ
টঙ্গীর তুরাগ নদীর পূর্ব তীরে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতিয় পর্ব আগামি কাল শুক্রবার থেকে শুরু হবে। মুসলমানদের ধর্মীয় সমাবেশে এই বিশ্ব ইজতেমা।প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় অংশ নিচ্ছেন।দু’পর্বেই পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে আখেরি মোনাজাত। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে শুক্রবার ১৯ জানুয়ারি।এবারের দু’পর্বের ছয়দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের তিনদিনের বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে রবিবার ১৪ই জানুয়ারি।ইজতেমা দ্বিতীয় পর্বেও ২১ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এবারের দ্বিতীয় পর্বের ইজতেমায় ১৪টি জেলার মুসল্লিগণ অংশ নিচ্ছেন। ইজতেমার শুরুর দিনই অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজে দেশী বিদেশী মুসলমানদের সঙ্গে আশপাশের অগনিত ধর্মপ্রাণ মুসল্লিরা শরিক হবেন।