কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ঘন কুয়াশায় ফেরি বন্ধ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

09e8e55f02384313626b9b8891f6ac57-5a5973f79d0d8

 

 

 

 

ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

আজ মঙ্গলবার ভোর রাত ৫টা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এতে ঘাটের উভয় পাড়ে আটকা পরেছে পাঁচ শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন জানান, মাঝ রাতের পরেই কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। এতে ব্যাহত হয় এই নৌপথে ফেরি চলাচল। পরে ভোর ৫টার দিকে কুয়াশার পরিমাণ বেশি হয়ে গেলে ফেরি চালকেরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখতে পারার ফলে ফেরি চলাচল বন্ধ রাখে। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ৬টি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পরে। এ সময় ফেরিগুলো নদীর মাঝে নোঙর করে রাখা হয়। এ ছাড়া অ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিসের গাড়ি, পণ্যবাহী যানবাহন ও নৈশ কোচসহ ছোটবড় সব মিলিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *