গাজীপুর অফিসঃ গাজীপুরের জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। তবে তাঁর কোনো নাম-পরিচয় এখনো জানা যায়নি। গতকাল রবিবার রাত ১০টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জয়দেবপুর রেলওয়ে পুলিম ক্যাম্পের ইনচার্জ এসআই এস এম রকিবুল হক সাংবাদিকদের জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।