বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালি কলসি বাজে বেশি। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলেই তারা হুমকি-ধামকির পথ অবলম্বন করছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক চুলও ছাড় দেওয়া হবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবেই।
আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘আসন্ন জাতীয় নির্বাচনে অংশ না নিলে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক মন্তব্যের জবাবে রিজভী এসব কথা বলেন।
রিজভীর অভিযোগ, দলে নিজের জায়গা পাকাপোক্ত করতেই ওবায়দুল কাদের বিএনপিকে নিয়ে ফাঁকা বুলি দিচ্ছেন। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ বিজয় নিশান ওড়াবে। জনগণের অগ্রযাত্রাকে বাধা দিয়ে আর থামানো যাবে না।
উল্লেখ্য, শুক্রবার ঢাকায় আওয়ামী লীগের একাধিক জনসভায় ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়া ছিল বিএনপির রাজনৈতিক আত্মহত্যা। এবার যদি দলটি নির্বাচনে অংশ না নেয়, তবে এটা হবে তাদের দ্বিতীয়বারের রাজনৈতিক আত্মহত্যা। তারা নির্বাচনে না এলে বিরল প্রজাতির প্রাণীর মতো বিলুপ্ত হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।