বেবি পিঙ্ক লেহেঙ্গা। খোলা চুল। আর মাথায় ফুলের সাজ। ঠিক এ ভাবেই একটি বিশেষ অনুষ্ঠানে গেলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান । কিন্তু, কোথায় জানেন?
ঠিক এ ভাবেই সেজে সদ্য একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন সুহানা। সঙ্গে ছিলেন শাহরুখ এবং গৌরীও। শুধু আব্রামই নয়। শাহরুখের ১৭ বছরের কন্যাও লাইমলাইট কেড়ে নিতে সমান পারদর্শী।
জানা গিয়েছে, অভিনেতা সোহেল খানের স্ত্রী সীমা খান সুহানার এই লেহেঙ্গা ডিজাইন করে দিয়েছেন। সীমা সোশ্যাল মিডিয়ায় সুহানার একটি ছবি শেয়ার করে নিজেই জানিয়েছেন সে কথা।
শুধু এই ছবিটিই নয়। ওই একই অনুষ্ঠানে শাহরুখের পাশে বসা সুহানার অন্য একটি ছবিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
চান। মঞ্চে তিনি অভিনয় করেনও। কিন্তু আপাতত ফোকাসে পড়াশোনা। এ কথা আগেই জানিয়েছিলেন শাহরুখ স্বয়ং।