দিনাজপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Slider রংপুর রাজনীতি
grambanglanews24.com
grambanglanews24.com

 

 
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-

দিনাজপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

দিনাজপুর জেলা ছাত্রলীগের আয়োজনে বর্নাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীর নেতৃত্ব দেন দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারন সম্পাদক মোঃ গোলাম ইমতিয়াজ ইনান। ৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মালদাহপ্িট্টস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় হতে বর্নাঢ্য র‌্যালী দিনাজপুরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে পুনরায় দলীয় কার্যালয়ে শেষ হয়।

আনন্দ র‌্যালীতে অংশগ্রহন করেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ খালেকুজ্জামান রাজু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিবুল মিথুন, দিনাজপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হারুন-উর রশীদ রায়হান, সুমিত শীল, যুগ্ম সাধারন সম্পাদক সিফাত রহমান লিমন, মোঃ মাসুম শাহ, শহর মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেহেলী আক্তার ছবি, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. ক্লিনটন দে, সাধারন সম্পাদক আল আজমাইন ইফাজ, সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাদনান বিন রতন, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ফাইয়াজ আলম, সাধারন সম্পাদক আরমান হোসেন, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ, আদর্শ কলেজের সাধারন সম্পাদক অমিত হাসান অমি, কেবিএম কলেজ ছাত্রলীগের সভাপতি বাহাউদ্দীন পলাশ, সাধারন সম্পাদক মিমসহ দিনাজপুর জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ, জেলা ও শহর মহিলা লীগ এবং বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

সংগঠনটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে জেলা ছাত্রলীগ ব্যাপক কর্মসূচি পালন করে। দিবসের প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পন, ও র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে শুভ সুচনা করা হয়। এছাড়া সকালেল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *