গাজীপুরে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

Slider ঢাকা
grambanglanews24.com
grambanglanews24.com

 

 

 

 

 

 

 

 

গাজীপুর অফিসঃ  গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকায় ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনার পর রাতেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশিদ ছাড়া কমিটির অপর দুই সদস্য হলেন পাকশীর এটিও মো. নাসির উদ্দিন ও পাকশীর এমই মিজানুর রহমান।

এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে ওই দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত তিনজন আহত হন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশিদ জানান, ট্রেন-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হন। ওই দুর্ঘটনায় রাতেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এস এম রকিবুল হক জানান, দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *