সমাপনী পরীক্ষায় গোয়াসপুর কুতুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য

Slider শিক্ষা সিলেট
26165565_1817134948585552_1363763958345430929_n
হাফিজুল ইসলাম লস্কর :
গোলাপগঞ্জ উপজেলার অন্যতম প্রাইমারী শিক্ষা প্রতিষ্টান গোয়াসপুর কুতুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এ বছরও প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) শতভাগ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
এ বছর বিদ্যালয় থেকে ৩৩ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশ নেয়।
এদের মধ্যে এ-প্লাস পেয়েছে ৩ জন শিক্ষার্থী। এ-গ্রেড পেয়েছে ১৮ জন।
বাকি ১২ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবতার হোসেন বলেন, বিগত বছরগুলোর ন্যায় এবারও আমাদের শিক্ষা প্রতিষ্টান শতভাগ ফলাফল অর্জন করেছে। স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় এ ফলাফল এসেছে।
আর এ কৃতিত্যের পেছনে এলাকার সচেতন মানুষ এবং স্কুল পরিচালনা কমিটির দিক নির্দেশনামূলক তদারকি ও ভূমিকা রয়েছে।
এসময় তিনি এ সাফল্যের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *