গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় রহমত গ্রুপের বেলকুচি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয়দের সহায়তায় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই কারখানার জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ধারণা করা হচ্ছে, জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণও এখন পর্যন্ত জানা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।