বিচার বিভাগে কোনো দুর্নীতি গ্রহণ করা হবে না : প্রধান বিচারপতি

বাংলার আদালত

image_157991.chif-justiceপ্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বিচার বিভাগে কোনো দুর্নীতি গ্রহণ করা হবে না। কোনো বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টের অডিটোরিয়াম (সাবেক সড়ক ভবন) এক অভিভাষণে তিনি এ কথা কলেন।
বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সকল জেলা জজ, জেলা জজ পদ মর্যাদার বিচারক, বিচার বিভাগীয় কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেটদের উদ্দেশে ওই ভাষণ দেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের যেকোনো কর্মকর্তা ও কর্মচারীর দুর্নীতিবিষয়ক কোনো তথ্যকে আমি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। দুনীতির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, দুর্নীতি অবিচারের জন্ম দেয় এবং এটি সুবিচারের জন্য হুমকি। তবে বিচারকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ আমি কখনোই আমলে নেবো না।
প্রধান বিচারপতি আরো বলেন, বিচারকরা হবেন প্রাজ্ঞ ও জ্ঞানী, সময়ানুবর্তী এবং নিষ্ঠাবান। এতে বিচার কাজ এগিয়ে যাবে। মামলা জট কমবে। সুবিচার প্রতিষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *