গাজীপুর অফিসঃ গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে পাঁচ ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ডিবি পুলিশের ব্যবহৃত পোশাক-সরঞ্জামাদি ও গাড়ি উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব ২ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য বলে র্যাব জানায়।
আজ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।