এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও ঘোষপাড়াস্থ প্রত্যাশা ক্রীড়া চক্রের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এটি তাদের দ্বিতীয় আয়োজন।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে তালুকদার প্লাজা ও গোয়ালপাড়া একাদশ। খেলায় তালুকদার প্লাজাকে ৭ উইকেটে পরাজিত করে গোয়ালপাড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমান খান মিলনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম. গোলাম ফারুক রুবেল।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সুনাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রিপন।
পরে বিজিত ও বিজয়ী দুই দলের হাতে রানার্স আপ ও চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেওয়া হয়।