রোনালদোকে মুখের ওপর ‘না’ বলে দিল বার্সেলোনা!

Slider খেলা

185816ronaldo_kalerkantho_pic

 

 

 

 

একেবারে মুখের ওপর না! চলতি বছর ‘ফিফা দ্য বেস্ট’ এবং ব্যলন ডি’অর জেতা রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ‘গার্ড অব অনার’ চেয়েছিলেন। ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার পর দম্ভভরে এই দাবি জানিয়েছিলেন তিনি।

কিন্তু বার্সা কর্তৃপক্ষ স্পষ্ট ঘোষণা দিয়েছে, রোনালদো কিংবা রিয়াল মাদ্রিদকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে না!

গত শনিবার রাতে ব্রাজিলের দল গ্রেমিওকে রোনালদোর একমাত্র গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জেতে রিয়াল। ইউরোপীয় ফুটবলের রীতি অনুযায়ী কোনো ক্লাব লিগ শিরোপা আগেই নিশ্চিত করে ফেললে সেই দল মৌসুমের বাকি ম্যাচগুলোয় প্রতিপক্ষের মাঠে গার্ড অব অনার পায়। তবে এটি মূলত একটি প্রথা, কোনো বাধ্যগত নিয়ম নয়। বার্সা সমর্থকদের জ্বলুনি বাড়িয়ে দিতেই এমন মন্তব্য করেছিলেন রোনালদো।

আগামী শনিবার লা লিগায় ক্লাসিকো খেলতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে যাবে বার্সেলোনা। এই আগুন ম্যাচকে সামনে রেখে বার্সেলোনার পরিচালক গিয়ের্মো আমোর ক্লাসিকোয় রিয়ালকে গার্ড অব অনার দেওয়ার বিষয়টি উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আমরা এটা পরিষ্কার করে দিচ্ছি যে, আমরা তখনই এটা করি, যখন আমরা ওই প্রতিযোগিতায় থাকি। এ ক্ষেত্রে সেটা হয়নি। ‘

এদিকে রবিবার রাতে দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে হারিয়ে রিয়ালের থেকে ১১ পয়েন্ট এগিয়ে গেছে শীর্ষে থাকা বার্সেলোনা।

ম্যাচ শেষে কোচ আর্নেস্তো ভালভেরদেকে একই প্রশ্ন করা হয়েছিল। বার্সা কোচও বললেন, ‘আমরা ম্যাচটা মাত্র শেষ করলাম। আমি এ বিষয় নিয়ে ভাবিইনি। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *