মানব পাচার রোধে প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Slider জাতীয়

1843351481819066_kalerkantho_pic

 

 

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মানব পাচার রোধ ও বৈধপথে অভিবাসীদের বিদেশ যাওয়ার জন্য দেশের তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অভিবাসী কর্মীদের বৈধপথে বিদেশ যাওয়া নিশ্চিত ও মানব পাচার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

তিনি আরো বলেন, বিদেশ ফেরত কর্মীদের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে তথ্য উপাত্ত সংগ্রহের জন্য বিমানবন্দরে আলাদা ডেস্ক স্থাপন প্রয়োজন।

এ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়নের অভিষ্ঠ লক্ষ্যমাত্রা ১০ দশমিক ৭ অর্জনের জন্য বৈধপথে অভিবাসী কর্মীদের বিদেশ যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *