যদি আপনার অপ্রাপ্তবয়স্ক সন্তান শাসন-বাড়ন কিংবা পরামর্শ না শোনে তাহলে বিভ্রান্ত হবেন না। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, এর কারণ তার মস্তিষ্কের একটি বিশেষ পর্যায়, যা কোনো বিষয় গ্রহণ করতে বাধা দেয়। সে সময় আপনার কথার এক বর্ণও তার মস্তিষ্কে প্রবেশ নাও করতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।
পিতামাতা যখন সন্তানের কোনো বিষয়ের সমালোচনা করেন তখন সন্তানের মস্তিষ্কের নেতিবাচক আবেগের স্থানটি অতিরিক্ত কার্যকর হয়ে যায়। এ ছাড়াও আবেগ নিয়ন্ত্রণ অংশের কার্যক্রম কমে যায় আর অন্য মানুষের দৃষ্টিতে বিষয়টি দেখার ক্ষমতাও কমে যায় বলে উঠে এসেছে গবেষণায়।
গবেষণায় ৩২ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে ২২ জন মেয়ে এবং সবার গড় বয়স ১৪। তাদের সবাইকে নিজের মায়ের ৩০ সেকেন্ডের একটি সমালোচনা শুনতে হয়।
এ সময় দেখা যায়, তারা তাদের মস্তিষ্কের সামাজিক বিষয় বিশ্লেষণ বন্ধ করে দেয় এবং পিতামাতার মানসিক অবস্থা নিয়ে চিন্তাভাবনা বাদ দেয়।
গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গের কিয়াং হুয়া লির নেতৃত্বে একদল বিজ্ঞানী। গবেষকরা জানিয়েছেন প্রাপ্ত ফলাফল ব্যবহার করে সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক উন্নয়ন এবং তার মাধ্যমে উভয়ের উপকৃত হওয়ার সুযোগ তৈরি হবে।