তাড়াশে গরু-ছাগল চুরি ঠেকাতে ওসির মাইকিং

Slider সারাদেশ

0e536b5761b8955df546e28f22fb6447-sirajgonj

 

 

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অব্যাহত গরু-ছাগল চুরি ঠেকাতে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। আজ শনিবার তাড়াশ থানা ওসি মো. মনজুর রহমানের উদ্যোগে উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনসমাগমস্থলে মাইকিংক করে এ প্রচারণা শুরু হয়।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল চুরি হচ্ছিল। বিশেষ করে বিভিন্ন ফসলি মাঠ ও আঞ্চলিক সড়কে বিচরণ করা ছাগল বিভিন্ন যানবাহনে তুলে নিয়ে চলে যাচ্ছে চোরের দল।

এই চুরি ঠেকাতে গরু-ছাগল লালন পালন করা কৃষকদের সচেতন করতে মাইকিং করে সচেতনা সৃষ্টির জন্য ওই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে ওসি মো. মনজুর রহমান বলেন, মূলত শীতের এ সময়টাতে সড়ক ও ফসলি মাঠ ফাঁকা থাকায় গরু-ছাগল চুরি হওয়ার আশঙ্কা থাকে। এজন্য মাইকিং করে সচেতনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *