বলিউড যদি যৌন নিগ্রহ নিয়ে মুখ খোলে, বহু নায়কের কপালে দুঃখ আছে!

Slider বিনোদন ও মিডিয়া

DPu17p8VoAAWeKq

 

 

 

 

 

 

 

যৌন নিগ্রহের বিরুদ্ধে হলিউডের #মিটু প্রতিবাদ আন্দোলনের পথে এখনই হাঁটতে পারবে না বলিউড। কারণ এ দেশে অপরাধের শিকারকেই মূলত ঘটনার জন্য দায়ী করা হয়।

বললেন অভিনেত্রী রিচা চাধা।

রিচার বলেন, সত্যিই যদি বলিউডে তা ঘটে, তবে গোটা শক্তির ইমারতই মুহূর্তে বদলে যাবে। আমরা যাঁদের দেখি নারীবাদী ছবি করতে, নিজেদের আধুনিক বলে দাবি করতে, অস্তিত্ব ধসে পড়বে তাঁদের।

রিচা আরও বলেন, শুধু তাই নয়, অনেক নায়ককে হারাব আমরা, বহু লোক তাঁদের রুটিরুজি খোয়াবেন, হারাবেন উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রতিপত্তি। আর্থিকভাবে তাঁদের ক্ষতি করা সম্ভব নয়, তাই আক্রান্ত হবে ওই উত্তরাধিকার হিসেবে পাওয়া নাম, খ্যাতি।

হলিউডের মত এখনই যৌন নিগ্রহ নিয়ে সরব হওয়া সম্ভব নয় নারীপুরুষ নির্বিশেষে বলিউডের কলাকুশলীদের। রিচার মতে, মানসিক আঘাত তার যেমন একটা কারণ, অন্য কারণ হল, জীবিকার পথ বন্ধ হওয়া। অথচ হলিউডে পরিস্থিতি এমন নয়, শিল্পীরা সেখানে রয়্যালটি পান। তবু তাঁর ধারণা, আগামী ৪-৫ বছরের মধ্যে তা ঘটবে।

নিজের ওপর ঘটা নির্যাতন নিয়ে সরব হওয়ার সাহস দেখাবে বলিউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *