যেভাবে আপনিও হতে পারেন মহাকাশচারী!

Slider তথ্যপ্রযুক্তি

165524astronaut

 

 

 

 

কাউকে যদি প্রশ্ন করা হয়, আপনি মহাকাশচারী হবেন? সত্যি সত্যি সুযোগ দেওয়া হলে কেউ-ই বোধহয় ‘না’ করবে না। মহাকাশচারী হতে কার না মন চায়? কিন্তু সাধারণ মানুষের জন্যে তা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।

তবে কিছু পরীক্ষায় পাস করলে আপনিও হতে পারেন নভোচারী। প্রথমেই দৈহিক পরীক্ষায় পাস করতে হবে। একটা ব্যাচলর ডিগ্রি লাগবে। কিছু অভিজ্ঞতাও তো জরুরি।

কাজেই নাসার মহাকাশচারী হতে চাইলে স্বপ্ন দেখতে পারেন। যদি আগেভাগেই এই ইচ্ছা মনে বাসা বাঁধে, তবে আগেভাগেই প্রস্তুতি নিন। যেমন-

১. সুপরিচিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ব্যাচেলর ডিগ্রি নিতে হবে।

২. সংশ্লিষ্ট খাতে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিংবা একজন জেটের পাইলট হিসেবে এক ঘণ্টা কাজের অভিজ্ঞতা লাগবে।

 

৩. উচ্চতর শিক্ষা অর্জন করলে অবশ্য অভিজ্ঞতার শর্ত শিঁথিল হবে। যেমন- মাস্টার ডিগ্রি থাকলে তা এক বছরের অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে। পিএইচডি ৩ বছরের অভিজ্ঞতার সমান।

৪. বয়সের কোনো বাধ্যবাধকতা নেই।

৫. দৈহিক পরীক্ষায় পাস করতে হবে। যেমন- দূরের ও কাছের বস্তু পরিষ্কার দেখার মতো দৃষ্টিশক্তি থাকতে হবে। গাণিতিক হিসেবে ভিজ্যুয়াল ইকুইটি হবে ২০/২০। কারো দৃষ্টিশক্তি ঠিকঠাক করতে অস্ত্রোপচার হয়ে থাকলে তা গ্রহণযোগ্য। তবে অস্ত্রোপচারের পর অন্তত এক বছর অতিবাহিত হতে হবে।

৬. বসে থাকা অবস্থায় রক্তচাপ মাপা হবে। আর তা ১৪০/৯০ এর বেশি হওয়া চলবে না।

৭. উচ্চতা থাকতে হবে ১৫৭.৫ সেন্টিমিটার থেকে ১৯৩ সেন্টিমিটারের মধ্যে।

যদি এসব শর্তে আপনি টিকে যাবেন বলে মনে করেন, তো চেষ্টা করে দেখতে পারেন। আপনি হয়ে যাবেন স্বপ্নের নভোচারী।
সূত্র : দুবাই পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *