রোহিঙ্গা ক্যাম্পে ভিডিও ধারণকালে ড্রোনসহ ৪ তুর্কি নাগরিক আটক

Slider সারাবিশ্ব

134239DRONE

 

 

 

 

 

কক্সবাজারের উখিয়ায় ড্রোনসহ তুরস্কের ৪ নাগরিককে আটক করেছে গোয়েন্দা সংস্থার লোকজন। পরে তাদের ছেড়ে দেওয়া হলেও ড্রোন আটক করে রাখা হয়।

গতকাল বুধবার  সন্ধ্যায় উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে ড্রোন উড়ানোর সময় তাদের আটক করা হয়। পরে এ জন্য ক্ষমা চাইলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন বলেন, ড্রোন উড়িয়ে চিত্র ধারণ করার সময় জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে তুরস্কের ৪ নাগরিককে আটক করা হয়। এ সময়  ড্রোনগুলোও জব্দ করা হয়।

বিদেশি এই নাগরিকদের ভিসার মেয়াদ শেষে স্বদেশে চলে যাওয়ার সময় ড্রোনটি ফেরত দেয়া হবে।
তিনি আটককৃতদের পরিচয় জানাতে সম্মত হননি।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, ড্রোনসহ তুরস্কের ৪ নাগরিককে আটক করেছে ডিজিএফআই।

তুরস্কের নাগরিকরা জানান, বাংলাদেশের প্রচলিত আইনে ড্রোন উড়ানো যে শাস্তিযোগ্য অপরাধ, সে বিষয়ে তারা জানে না। এ ধরনের ভুল আর হবে না বলে ক্ষমা চাইলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *