ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা, আটক ২

Slider সারাবিশ্ব

122450theresa-may

 

 

 

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হত্যার একটি পরিকল্পনা যুক্তরাজ্যের পুলিশ নস্যাৎ করেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আটক দুজনই মুসলমান ধর্মাবলম্বী হওয়ায় এ ঘটনায় যুক্তরাজ্যের মুসলমানদের মাঝে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অত্যাধুনিক বিস্ফোরক দিয়ে লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে মে’র ওপর হামলা ও তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের ধারণা।

যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার সন্ত্রাস দমন আইনে দুই যুবককে আটকের কথা জানিয়েছে। গতকাল মঙ্গলবার এক সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ মে হত্যার এ পরিকল্পনার কথা প্রথম জানায়।

ব্রিটিশ পুলিশ যে দুজনকে আটক করেছে তাদের নাম নাইমুর জাকারিয়া রহমান ও মোহাম্মদ আকিব রহমান। আটকদের মধ্যে ২০ বছর বয়সী নাইমুরের বাস উত্তর লন্ডনে; ২১ বছরের আকিব থাকতেন দক্ষিণ-পূর্ব বার্মিংহামে।

স্কাই নিউজ জানিয়েছে, আটক দুই যুবক ডাউনিং স্ট্রিটে বিস্ফোরক দিয়ে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।

মঙ্গলবার যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান অ্যান্ড্রু পার্কার প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেছেন বলেও স্কাই নিউজের প্রতিবেদক জানিয়েছেন।

আটক দুই যুবককে বুধবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা।

হত্যার পরিকল্পনার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, তারা গত ১২ মাসে ৯টি সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন।
সূত্র : রয়টার্স ও ন্যাশনাল পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *