জাতীয় পরিচয়পত্রের অ্যাপস এখন অনলাইনে

Slider তথ্যপ্রযুক্তি

national_sm_717866748ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) নিয়ে তথ্য পেতে আর কোনো বাধা রইলো না। এখন মোবাইলেই জানা যাবে এনআইডি কার্ড সংশোধন, স্থানান্তর বা হারালে কী করতে হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের প্রস্তুত করা ন্যাশনাল আইডি নামের অ্যাপসটির মাধ্যমেই পাওয়া যাবে নানাবিধ তথ্য। অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

সূত্র জানিয়েছে, ন্যাশনাল মোবাইল অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট এওয়ারনেস অ্যান্ড কেপাসিটি বিল্ডিং প্রোগ্রাম নামে একটি প্রকল্প গ্রহণ করে আইসিটি মন্ত্রণালয়। এরইমধ্যে সে প্রকল্পের অধীনে সরকারি সেবাগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।

এরই ধারাবাহিকতায় জাতীয় পরিচয়পত্র নিয়েও একটি মোবাইল অ্যাপস তৈরির জন্য মন্ত্রণালয় নির্বাচন কমিশনের (ইসি) সহায়তা চায়। চলতি বছরের জুন মাসে দেওয়া মন্ত্রণালয়ের প্রস্তাব কিছু কাঁটছাট করে সম্প্রতি অ্যাপস তৈরির অনুমোদন দেয় ইসি। সে মোতাবেক ‘ন্যাশনাল আইডি’ নামের ওই অ্যাপসটি তৈরি করে আইসিটি মন্ত্রণালয়।

অ্যাপসটি এখন সহজেই গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে। এতে জাতীয় পরিচয়পত্র সংশোধন, ঠিকানা পরিবর্তন, হারানোর ফলে নতুন কার্ড প্রাপ্তি, নতুন ভোটার হওয়ার জন্য করণীয়সহ যাবতীয় তথ্য দেওয়া রয়েছে।

এছাড়া সমস্যা অনুযায়ী আবেদনের জন্য নির্দিষ্ট ফরমও পাওয়া যাচ্ছে। অন্যদিকে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর‌্যায়ে ইসির তথ্য ভাণ্ডারের তথ্য যাচাই করতে হলে কী করতে হবে, সে উপায়ও দেওয়া রয়েছে। অ্যাপসটি গুগল প্লে-স্টোরে গিয়ে ইংরেজিতে ‘বাংলাদেশ ন্যাশনাল আইডি’ লিখে সার্চ দিলেই চলে আসবে। এটি ডাউনলোড করে ইনস্টল করার পর মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকলেই কেবল তথ্যগুলো দেখা যায়। অফলাইনে অ্যাপসটি কোনো তথ্য দেখায় না।

এদিকে অ্যাপসটি তৈরির জন্য অনুমোদন দিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আর কোনো যোগাযোগই করেনি ইসি। তাই এনআইডি অনুবিভাগের দায়িত্বশীল কর্মকর্তাসহ ইসির সিস্টেম ম্যানেজারও জানেন না যে অ্যাপসটি এখন অনলাইনে পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের পরিচালক মহসীন আলী বাংলানিউজকে বলেন, এ বিষয়ে আইসিটি সংশ্লিষ্টরা ভালো জানবেন। পরে এ নিয়ে কথা হয় সিস্টেম ম্যানেজার রফিকুল হকের সঙ্গে।

তিনি বলেন, এনআইডি শাখা ভালো জানবে। অ্যাপসটি ইতিমধ্যে আইসিটি মন্ত্রণালয় অনলাইনে ছেড়ে দিয়েছে, এমন তথ্য দেওয়ার পর তিনি বিস্মিত হয়ে যান। প্রতিবেদক তার নিজের মোবাইল বের অ্যাপসটি দেখালে রফিকুল হক বলেন, মন্ত্রণালয় এখনও আমাদের কিছু জানায়নি।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, অ্যাপসটি খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে প্রচারণার দরকার ছিলো। কেননা, এনআইডি নিয়ে মানুষের মাঝে তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে। আইসিটি মন্ত্রণালয় এবং এনআইডি অনুবিভাগের উচিত এ নিয়ে প্রচারণায় যাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *