বিজয়”
—————— এহসানুর রহমান আক্তাবুর
সবুজ মায়ের শ্যামল ছায়ে পাক হানাদের ঝাঁক,
রাখাল বসে নদীর বাঁকে স্বাধীনতার স্বপ্ন আঁকে
সব বাঙালির ঘুম ভেঙে দেয় শেখ মুজিবের ডাক।
পাকবাহিনীর শুকনো ঘিলু নিছক পাজিজাত,
শক্ত হাতে প্রতিরোধে শত্রুপক্ষের গতিরোধে
দামাল ছেলে সুকৌশলে করলো বাজিমাত।
রক্তে কেনা স্বাধীনতা বিজয় যে তার নাম,
মা জননীর ভগ্ন বুকে স্বাধীনতা কাঁদে ঝুঁকে
মা বোনেদের সম্ভ্রম দিলো স্বাধীনতার দাম।
লুণ্ঠিত হয় যুবতিদের ভূষণ রাঙা লাজ,
সব হারানো বোনের দুখে ছেলেহারা
মায়ের চোখে স্বাধীনতা অশ্রুসজল,
পাঁজর ভাঙা সাজ। কিশোরীদের লাশ
মাড়িয়ে সয়ে কালো দ্বেষ,
স্বাধীনতা এলে তুমি রক্তমাখা বক্ষ
চুমি জোয়ান ছেলের প্রাণ বিকিয়ে স্বাধীন হলো দেশ।
বিজয় এলো লাল-সবুজের কেতন নিয়ে ঐ,
সোনার মাটি খনন করি সোঁদা গন্ধে মনন ভরি
মাটির বুকে বুক মিলিয়ে প্রাণ মিশিয়ে রই।
রচনাঃ ০১ ডিসেম্বর, ২০১৭।