পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Slider জাতীয়

6e9f47189f6cb2c83dbff98b8bd12d6d-5a216bc4d308a

 

 

 

 

রাজধানীর ভ্যাটিকান সিটির দূতাবাসে ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে আজ শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপ ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের পর তাঁরা ২০ মিনিট আলাপ-আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও তাঁর স্ত্রী পেপি সিদ্দিক উপস্থিত ছিলেন।

পরে পোপ ফ্রান্সিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ফটোসেশনে অংশ নেন। পোপ তিন দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসেন।

b5bddeba354bc16c2f685e2ed36a962a-5a216bc4a0bd5

 

 

 

 

 

 

 

২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান।

তিন দশক পর এই প্রথম কোনো পোপ বাংলাদেশ সফরে এলেন। ১৯৮৬ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন পোপ দ্বিতীয় জন পল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *