এবার ছাত্রীর ভূমিকায় কঙ্গনা রানাওয়াত

বিনোদন ও মিডিয়া

image_157274.2প্রতিযোগিতায় টিকে থাকতে লড়াই শুরু জোর কদমে। অভিনয় যাতে সুষ্ঠু সাবলীল হয় তার জন্য কোন কিছুতেই পিছপা নন বলিউডের বিউটি কুইনরা। সাফল্য পেতেই হবে প্রয়োজনে স্থানীয় ভাষা শিখতে শিক্ষক রেখে ছাত্রী হয়ে যাচ্ছেন দীপিকা, কঙ্গনারা। চরিত্রের প্রয়োজনে চেন্নাই থেকে শুরু করে গুজরাটি-মারাঠি ভাষা শিখে ফেলেছেন দীপিকা। হালে পিকু ছবির জন্য বাংলা শিখছেন তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে চরিত্রের প্রয়োজনে হরিয়ানভি শিখছেন কঙ্গনা রানাওয়াত। আনন্দ এল রাই পরিচালিত তনু ওয়েডস মনু-এর সিকুয়েল ছবির জন্য এই হরিয়ানভি ভাষা শিখছেন তিনি। এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।
এই দ্বৈত চরিত্রের মধ্যে একটি চরিত্রে ফুটে উঠবে তনু ওয়েডস মনু-এর পুরোনো তনুর ঝলক। আর অন্য চরিত্রটি পুরোপুরি আলাদা, এখানে কঙ্গনা হরিয়ানার এক দৌড়বিদ। যে খেলার কোটায় সুযোগ পেয়ে পড়াশোনার জন্য আসে দিল্লিতে। হরিয়ানভি ভাষা শেখার পাশাপাশি এই ছবিতে খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করার জন্য কঙ্গনা যোগ প্রশিক্ষণও নিচ্ছেন।
সূত্র: কলকাতা ২৪x৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *