আ. লীগের উল্টাপাল্টা বক্তব্যে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে : মির্জা ফখরুল

টপ নিউজ রাজনীতি

image_157261.fakrulবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক ভবিষ্যৎ নেই। দেশকে বাঁচাতে হলে পরিবর্তন দরকার। আর সেই পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। জনগণের প্রচেষ্টায় খুব শিগগিরই সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে আমরা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার চাই।
আজ রবিবার সন্ধ্যায় নীলফামারী শহরের উম্মুক্ত মঞ্চে নীলফামারী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষের সামনে এখন বড় দুটো সমস্যা। একটি হলো দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই, অন্যটি হলো দুর্নীতি। দুর্নীতির মাধ্যমে সরকার গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। এসব কুকর্ম ঢাকতে দেশের মানুষের দৃষ্টি এখন অন্য দিকে সরাতে ব্যস্ত হয়ে পড়েছে সরকার। সরকার দেশকে এমন অনিশ্চয়তার জায়গায় নিয়ে গেছে যার কারণে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়ে গেছে।
এ সময় আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা সম্পর্কে কটূক্তি করে আওয়ামী লীগ নেতাদের উল্টাপাল্টা বক্তব্যের কারণে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সার্কের সমালোচনা করে বলেন, সার্কের সদস্যভুক্ত প্রতিবেশী দেশের অনিহার কারণে সার্ক ধীরে ধীরে দুর্বল প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।
জেলা বিএনপির আহ্বায়ক আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তৃতা করেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রেদুয়ানুল হক, আক্তারুজ্জামান মিয়া, বিলকিছ ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ বিএনপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *