আমাকে তারা আইফোনের বদলে আলু দিয়েছে

Slider তথ্যপ্রযুক্তি

1341184-_kalerkantho_pic

 

 

 

 

ব্ল্যাক ফ্রাইডে উৎসব উপলক্ষে মূল্যছাড়ে বিক্রি হচ্ছিল আইফোন। কমদামে আইফোন পেয়ে লোভ সামলাতে পারলেন না এক মার্কিন নারী।

তবে কেনার পর মোড়ক খুলে যা দেখলেন, তার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, আইফোনের বাক্সটি বাড়িতে আনার পর খুলে দেখেন ওই নারী। সেখানে আদতেই কোনো আইফোন ছিল না। তার বদলে রাখা ছিল ১১ টুকরা আলু।

লাইভলিক ডটকম নামে ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের উইসকনসিস রাজ্যের ওই নারী। সেখানে তিনি বলেন, একটি কালো রঙের ট্রাক থেকে ১০০ ডলারের বিনিময়ে তিনি আইফোন-৬ মডেলের মোবাইলটি কেনেন। ট্রাকটিতে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে মূল্যছাড়ের কথা লেখা ছিল। মোবাইল ফোনের পাশাপাশি সেখানে পোশাক, জুতা, ঘড়ি, মানিব্যাগ, ডিভিডি, এমনকি ল্যাপটপও বিক্রি হচ্ছিল।

ভিডিওটিতে ওই মার্কিন নারী বলেন, কেনার আগে ফোনটি ভালোভাবেই পরীক্ষা করে দেখেছিলেন তিনি।

সেটি ঠিকঠাক কাজ করছে দেখে খুশিও হন। এরই মধ্যে কোনো একসময় বাক্সে ফোনের বদলে ঢুকিয়ে দেওয়া হয় কয়েকটি আলু। তিনি বলেন, আমার কাছে তারা আইফোনের বদলে আলু বিক্রি করেছে। তবে ওই নারীকে একেবারে হতাশ করেনি প্রতারকরা। কারণ, বাক্সের ভেতরে আলু ছাড়া একটি অ্যানড্রয়েড ফোনের চার্জারও ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *