ঢাকায় কাল শুরু হচ্ছে এনভয় কনফারেন্স

Slider রাজনীতি

271434_158

 

 

 

 

৫৮টি দেশ ও জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিদের নিয়ে আগামীকাল রোববার ঢাকায় ‘এনভয় কনফারেন্স’ শুরু হচ্ছে। স্বাধীনতার পর প্রথমবারের মত পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের সম্মেলন আয়োজন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে হোটেল সোনারগাঁওয়ে তিনদিনের এই সম্মেলন উদ্বোধন করবেন।

সম্মেলনে পরিবর্তনশীল বিশ্বে পররাষ্ট্রনীতি সম্পর্কে একটি বিশেষ অধিবেশন থাকবে। জাতীয় ও আন্তর্জাতিক চলমান বিভিন্ন ইস্যু নিয়ে এতে আলোচনা হবে। জাতীয় স্বার্থ সংরক্ষনের দিক নির্দেশনা দিয়ে মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে বক্তব্য রাখবেন।

সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘জনগণ ও শান্তির জন্য কূটনীতি’। উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন, বাণিজ্য সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ এবং বাংলাদেশকে একটি দায়িত্বশীল ও শান্তিকামী দেশ হিসাবে বিশ্বে তুলে ধরতে পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা এই সম্মেলনে লক্ষ্য।

সম্মেলনে রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরবেন। ঢাকা ছাড়ার আগে তারা রাষ্ট্রপতির সাথে যৌথভাবে সাক্ষাত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *