ইনিংস পরাজয়ের মুখে পাকিস্তান

খেলা

image_108465_0সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস পরাজয়ের প্রহর গুনছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৩৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে মিসবাহর দল ১৪৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের হুমকিতে পড়ে।

প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩৫১ রানের জবাবে ম্যাককালামের ২০২ ও উইলিয়ামসনের ১৯২ রানের পর চার চারটি অর্ধ-শতকের ওপর ভর করে কিউইরা ৬৯০ রানের পাহাড় গড়ে।

ম্যাককালামের ১৮৮ বলে ২০২ রানের ইনিংসটি ২১টি চার ও ১১টি ছয়ের মারে সাজানো ছিল। আর উইলিয়ামসনের ২৪৪ বলে ১৯২ রানের ইনিংসটি ২৩টি চার ও একটি ছয়ে সাজানো ছিলো। এছাড়া ক্রেইগ ৬০ এবং সাউদি, কোরি আন্ডারসন ও রস টেলর প্রত্যেকে ৫০ রান করে করেন।

পাকিস্তানের পক্ষে ইয়াসির শাহ ও রাহাত আলী চারটি করে উইকেট লাভ করেন। হাফিজ নেন দুটি উইকেট।

প্রথম ইনিংসে হাফিজের ১৯৭ রানের বড় ইনিংস সত্ত্বেও পাকরা গুটিয়ে যায় ৩৫১ রানে। এছাড়া আজহার আলী ৩৯ ও মিসবাহ করেন ৩৮ রান।

কিউইদের হয়ে ক্রেইগ সর্বোচ্চ সাতটি উইকেট লাভ করেন।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৪৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টটি ড্র হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *