নরসিংদীতে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

বাংলার আদালত

Hangin-1417333694নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে স্কুলছাত্র সোহাগ হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুর সাড়ে ১২টায় নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল করিম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরের হিরণ মিয়ার ছেলে মনির হোসেন, হাফিজ উদ্দিনের ছেলে আলমগীর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বামচন্দ্রপুর গ্রামের সুভাষ চন্দ্র দাসের ছেলে সম্ভু। এদের মধ্যে মনির হোসেন পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি মাধবদীর জাকির হোসেনের ছেলে স্থানীয় এসপি ইন্সটিউিশনের ৮ম শ্রেণির ছাত্র সোহাগকে (১২) বেড়ানোর কথা বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্ডার এলাকার নিয়ে যায় আসামিরা। পরে তার বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়া তাকে হত্যা করা হয়। ঘটনার পর ২৪ ফেব্রুয়ারি নিহতের বাবা জাকির হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। এ প্রেক্ষিতে আদালত ৪ বছর পর ১৭ জনের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনজনের ফাঁসির আদেশ দেন। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযোগ প্রমাণ না হওয়ায় জাহাঙ্গীর, হিরুণ, শহীদুল্লাহ, আনোয়ারা ও মমতাজকে খালাস দিয়েছেন আদালত।

বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ন.ম রুহুল আমিন এবং আসামির পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট পাপিয়া সুলতানা ও সালাউদ্দিন আহম্মেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *